ফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা আহত

সড়ক অবরোধ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হোসেন (৬৫) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৯টায় ছাড়ালিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার পর উত্তেজিত নেতাকর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।
ফটিকছড়ি থানা আ.লীগ সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী জানান, ফারুক হোসেন কয়েকদিন আগে মিথ্যা মামলায় আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলেন। সেই ঘটনার কারণেই তার উপর এই সন্ত্রাসী হামলার ঘটনা বলে তিনি দাবি করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আ.লীগ নেতা ফারুক হোসেনের উপর হামলার খবর পেয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দেয়। পুলিশ গিয়ে ব্যারিকেড তুলে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পর্যটকের ঢল, অনেকে থেকেছেন মাচাংয়ে
পরবর্তী নিবন্ধআমবাগানে ছুরিকাঘাতে আহত ৩