চুনতিতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৭

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ ডিসেম্বর, ২০২১ at ৪:৩৯ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলায় ৭ জন আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকা সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী নিজেই এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ।

তিনি জানান, গত বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সাতগড় মাঝির পাড়া ইসহাক সড়ক সংলগ্ন দোকানের পূর্বে প্রার্থী নিজেই ও নারিশ্চা এলাকায় কর্মীরা নির্বাচনী প্রচারণা করেন।

প্রচারণা শেষে ফেরার পথে নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাল আবেদীন জনুর লোকজন তার কর্মীদের বহনকৃত গাড়িতে হামলা ও ভাঙচুর করে।

এতে তার কর্মী মোহাম্মদ শোয়াইবুল ইসলাম, মোহাম্মদ আবদুল হামিদ, আবুল কালাম, মো. আনোয়ার, মো. হোছাইন, বদিউল আলম ও গাড়ি চালক বাবু গুরতর আহত হন।

তিনি আরো জানান, নির্বাচনে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে হেয় প্রতিপন্ন ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতিহিংসাপরায়ণ না হয়ে জনগণকে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।

তিনি জানান, তবে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পর্যটকের ঢল
পরবর্তী নিবন্ধহাসা, বাজার করা, মদ খাওয়া যাবে না ১০ দিন