মুক্তিযুদ্ধের চেতনায় বইনির্ভর প্রজন্ম গড়ে তুলতে হবে

বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

শৈলী প্রকাশন আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বইবন্ধু সম্মাননার ষষ্ঠ দিনের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধুর ত্যাগ নীতি ও আদর্শ ও তাঁর মহাজীবন পাঠে উদ্ধুদ্ধ করতে হবে। তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বই পাঠ ছাড়া তারুণ্যের মনোজগতের বিকাশ সম্ভব নয়। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় বইনির্ভর প্রজন্ম গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানের পঞ্চম দিনে বক্তারা একথা বলেন। শৈলী প্রকাশনের কর্ণধার রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী । শৈলী বইবন্ধু সম্মাননা প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন জাহাঙ্গীর মিঞা, মাজহারুল হক, সৈয়দা রিফাত আকতার নিশু, এস এম আবদুল আজিজ, শাকিল আহমদ, নিজামুল ইসলাম সরফী, মো. রেজাউল করিম, গোফরান উদ্দীন টিটু, মো. রোকন উদ্দিন, মো. মামুন অর রশিদ চৌধুরী, শামীমা আক্তার শিল্পী, দুলাল বড়ুয়া, তারিফা হায়দার, নুসরাত সুলতানা, শর্মিষ্ঠা চৌধুরী, শ্রীধর দত্ত, বিভাস গুহ, জেসমিন সুলতানা চৌধুরী, তসলিম খাঁ, ফারজানা আজিম, শ্রীধর কান্তি গুহ, সুমন মজুমদার, নান্টু বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার সৈয়দা সেলিমা আক্তার।
অনুষ্ঠানে টুম্পা ভট্টাচার্যের ‘জীবনচর্চা ও ইতিবাচক ভাবনা’ গ্রন্থের পাঠ-উন্মোচন করা হয়। আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের কবিতা উৎসব-স্বরচিত কবিতা পাঠ। উৎসবে আগ্রহী লেখকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিজাইনের কাজ শেষ হলে মার্চেই শুরু সেতুর কাজ
পরবর্তী নিবন্ধসংস্কৃতির সংগ্রাম জোরদারের আহ্‌বান উদীচীর