মুরাদের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জিতল সেন্ট্রাল জোন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের প্রথম রাউন্ডে ইনিংস ব্যবধানে জিতল সেন্ট্রাল জোন। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট্রাল জোন এক ইনিংস এবং ৭০ রানে পরাজিত করে নর্থ জোনকে। ম্যাচের তৃতীয় দিন শেষেই স্পষ্ট হয়ে উঠেছিল বিসিবি নর্থ জোনের পরাজয় অনিবার্য। তবে ব্যবধানটা কী দাঁড়ায় সেটাই ছিল দেখার। শেষ ইনিংস ব্যবধানেই হারতে হলো নর্থ জোনকে। সেন্ট্রাল জোনের ব্যাটসম্যানদের দারুন ব্যাটিং এর পর স্পিনার হাসান মুরাদের ঘূর্ণির মুখে পড়ে কাবু হয়েছে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। কঙবাজারের এই ছেলে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। আর তাতেই ২৭৪ রানে অল আউট হয় উত্তরাঞ্চল। ম্যাচের চতুর্থ দিনে উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুব অসাধারণ ব্যাটিং করলেন। উপহার দিলেন অনবদ্য এক সেঞ্চুরি। তবে তার এই সেঞ্চুরিও বিসিবি নর্থ জোনের ইনিংস ব্যবধানে পরাজয় ঠেকাতে পারেনি।
সেন্ট্রাল জোনের বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের ঘূর্ণির সামনেই মূলতঃ কুপোকাত হয়ে গেছে বিসিবি নর্থ জোনের ব্যাটাররা। হাসান মুরাদ একাই নিয়েছেন ৬ উইকেট। আগেরদিন নিয়েছিলেন ৩টি এবং আর গতকাল নিয়েছেন আরও ৩টি। হাসান মুরাদের সঙ্গে উইকেট শিকারে মেতে উঠেছিলেন ডানহাতি মিডিয়াম ফাস্ট রবিউল হকও। তিনি নেন ৩ উইকেট। সেন্ট্রাল জোনের হয়ে বাকি উইকেটটি নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রথম ইনিংসে রানের নিচে চাপা পড়া নর্থ জোন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষ করেছিল ৫ উইকেটে ১৭২ রানে। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ছিল আরও ১৭২ রান। কিন্তু তৃতীয় দিনের সঙ্গে আর কেবল ১০২ রান যোগ করতে পেরেছে নর্থ জোন। এর মধ্যে আবার অনবদ্য সেঞ্চুরিও করেছেন মার্শাল আইয়ুব। মাহিদুল ইসলামকে নিয়ে বেশ ভালই এগিয়ে যাচ্ছিলেন মার্শাল আইয়ুব।
প্রথম সেশন বেশ ভাল ভাবে পার করে দিয়ে দ্বিতীয় সেশনটাও পার করে দিচ্ছিলেন। কিন্তু ৯০ রান যোগ করার পর চা বিরতির ঠিক আগে ভাঙ্গে এজুটি। মাহিদুল ইসলামকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন হাসান মুরাদ। ১৬৩ বল খেলে ২৫ রান করেন তিনি। যেখানে ৪টি চার মেরেছেন মাহিদুল। আরিফুলকে নিয়ে এর এগুতে পারেনি মার্শাল আইয়ুব। রবিউলের বলে ফিরেছেন নিজের সেঞ্চুরি করার পরপরই। ২৪৬ বলে ১০১ রান করেন মার্শাল। মেরেছেন ১৪টি চার। এরপর আর কোন রান যোগ না করে বাকি তিনটি উইকেট হারায় নর্থ জোন।
ফলে এক সেশন বাকি থাকতে ২৭৪ রানে অল আউট হয় নর্থ জোন। সেন্ট্রাল জোনের হাসান মুরাদ ৪৫ ওভার বল করে ১৯টি মেডেন নিয়ে ৭৪ রান খরচায় নেন ৬ উইকেট। তবে ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সেন্ট্রাল জোনের দুই ওপেনার মিজানুর রহমান এবং মোহাম্মদ মিঠুন। তাদের হাতে পুরষ্কার তুলে দেন বিসিবির ম্যাচ রেফারী মোরশেদ আলম চৌধুরী। এসময় বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল এবং বিসিবি কর্মকর্তা সাইফুল আলম বাবু উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফুটবলকে বিদায় বলে দিলেন আগুয়েরো
পরবর্তী নিবন্ধএশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের