আল কোরআন মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান

প্রকাশনা উৎসবে ড. ইফতেখার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

চবির সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, পবিত্র কোরআন মহান আল্লাহর ঐশীবাণী। মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যেটি ইহ ও পরকালীন শান্তি এবং মুক্তির একমাত্র গাইড। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে কোরআন মাজিদ (কানযুল ঈমান) এর বঙ্গানুবাদের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। আল্লামা মুহাম্মদ নিজাম উদ্দীন নোমানী দীর্ঘ আট বছরে পবিত্র কোরআন মাজিদের বঙ্গানুবাদ সম্পন্ন করে এই বিভেদ মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।
আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। উদ্বোধক ছিলেন আল্লামা এস এম ফরিদ উদ্দিন। প্রধান আলোচক সাংবাদিক হাসান আকবর বলেন, কোরআনে পরিপূর্ণভাবে নিষিদ্ধ এমন কতিপয় গর্হিত কাজকে পুণ্য হিসেবে মনে করছে অনেকেই। কোরআনের যথার্থ চর্চা উপেক্ষিত হওয়ায় ফেতনা বৃদ্ধি পাচ্ছে।
প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ রফিক উদ্দীন সিদ্দিকী, শওকত ইকবাল চৌধুরী, মহিউদ্দিন আহমদ মঞ্জু, এনামুল হক সিকদার, এম সোলায়মান ফরিদ, ড. অধ্যাপক এ এস এম বোরহান উদ্দীন, অধ্যাপক আমিনুল ইসলাম, মাওলানা জহুরুল আনোয়ার, এইচ এম মুজিবুল হক শুক্কুর, মাওলানা নিজাম উদ্দীন নোমানী, মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরী। শুভেচ্ছা বক্তব্য দেন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী।

পূর্ববর্তী নিবন্ধআরজে নিরবসহ চারজনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা
পরবর্তী নিবন্ধইভ্যালির বিরুদ্ধে চট্টগ্রামে দুই মামলা