মীরসরাইয়ে ৯৬ স্বেচ্ছাসেবী সংস্থার পুনর্মিলনী উৎসব

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শতবর্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত ১০ ডিসেম্বর শুক্রবার উপজেলার আরশীনগর ফিউচার পার্কে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেবায় সাম্যে এক মঞ্চে’ এ স্লোগানকে ধারণ করে ৫ম পুনর্মিলনী উৎসবে অংশগ্রহণ করেন উপজেলার ৯৬ সংগঠনের প্রায় ১ হাজার সমাজকর্মী। উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও হাসান সাইফ উদ্দীনের যৌথ সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। র‌্যালি, খেলাধূলা, আলোচনা, স্মৃতিচারণ, আড্ডা, নবনির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে সমাজকর্মীদের মিলনমেলা। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, ক্লিফটন গ্রুপের সিইও লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, চট্টগ্রাম মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ স্বপন চৌধুরী, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এতে উপজেলার প্রবীণ সমাজকর্মী হেদায়েত উল্লাহ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধবড়ঠাকুর পাড়া স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান