সারা দেশে একযোগে সব জেলার জেলা পরিষদ নির্বাচন করার পরিকল্পনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে জেলা ভিত্তিক ভোট করার কথা ভাবছে সংস্থাটি। ইসি সূত্রগুলো জানিয়েছে, জেলা পরিষদ নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট জেলার অন্তর্ভুক্ত সব স্থানীয় সরকারগুলোর নির্বাচন সম্পন্ন করতে হয়। কারণ স্থানীয় সরকারগুলোর নির্বাচিত জন প্রতিনিধিরাই ভোটার হয়ে থাকেন। খবর বাংলানিউজের। ইসির পরিকল্পনা ছিল সব নির্বাচন সম্পন্ন করে ফেলবে। কিন্তু কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। আর এই সময়ে এসে সব নির্বাচন শেষ করতে পারছে না সংস্থাটি।