কিন্তু ওই সব লোক, যারা স্বীয় রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবহমান।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৯৮) সূরা আ-ল-ই ‘ইমরান’।
যে ব্যক্তি কোন রোগীর সেবাশুশ্রূকরে সে যেন বেহেস্তের ফুল তুলিতে থাকে।
– আল-হাদিস (মোসলেম, তিরমিজী)
জ্ঞানীরা ধন সঞ্চয় করেন অর্থ পিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য
– এরিস্টটল।