আইনের শিক্ষার্থীরা মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠারও ছাত্র

প্রিমিয়ার ভার্সিটিতে ওয়েবিনারে উপাচার্য

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, মানুষকে মানুষের মতো বেঁচে থাকতে হবে, এটাই মানুষের প্রকৃত অধিকার। তিনি বলেছেন, আমাদের দেশে সুদীর্ঘকাল পরাধীনতার মাধ্যমে মানুষ তার সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
মানুষকে মানুষের মতো বাঁচতে দেওয়ার জন্য তাকে তার সকল অধিকার ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই। গত ১২ ডিসেম্বর প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘এ ওয়ে টু ক্রিয়েট এ ফেয়ারার সোসাইটি ফর ফিউচার জেনারেশনস’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিত চন্দ, আলোচক ছিলেন প্রফেসর একেএম তফজল হক, অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক এবং বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক তাহমিনা সানজিদা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘ ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার পেলেন ড. ইউনূস
পরবর্তী নিবন্ধচিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন