মুক্তিযুদ্ধের বই আমাদের সাহসী করে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়

বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৪ পূর্বাহ্ণ

শৈলী প্রকাশন আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের আলোর পথের সন্ধান দেয়। আর মুক্তিযুদ্ধের বই আমাদের সাহসী করে। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।
চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানের পঞ্চমদিনে বক্তারা একথা বলেন।
শৈলী প্রকাশনের কর্ণধার রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি খুরশীদ আনোয়ার। শৈলী বইবন্ধু সম্মাননা প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন কবি আনন্দ মোহন রক্ষিত, ডা. কল্যাণ বড়ুয়া, মাহবুবা চৌধুরী, জসিম উদ্দিন খান, নাছিম আখতার রিনা, শারুদ নিজাম, শামীম ফাতেমা মুন্নী, কৌশিক রেইন, নিশাত হাসিনা শিরিন, লিপি বড়ুয়া, হেলাল চৌধুরী, মিতা দাশ, সৈয়দা ডালিয়া, শিরিন আফরোজ, শিউলী নাথ, গৌরী প্রভা দাশ, তানজিনা রাহী, জোনাকী দত্ত, শিমু রহমান, গোপা ত্রিবেদী। স্বাগত বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল।অনুষ্ঠানে কবি মাহবুবা চৌধুরী সম্পাদিত ‘শিখা হয়ে জ্বলো’ গ্রন্থের পাঠ-উন্মোচন করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধচবিতে কমফোর্ট সেন্টার ও প্রধান তথ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন আজ
পরবর্তী নিবন্ধবুদ্ধিজীবী হত্যাযজ্ঞের ক্ষতি জাতিকে আজীবন বহন করতে হবে