ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১৪ পূর্বাহ্ণ

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হন জাতীয় দলের দুই নারী ক্রিকেটার। ইতোমধ্যে এই দুই নারী ক্রিকেটারকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তারা কেবিনে আছে। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তাদের অক্সিজেন লেভেল ভালো আছে। এদিকে গতকাল মঙ্গলবার জানা গেছে আরও একজন নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত নন।
মঙ্গলবার বিসিবির একটি সূত্র জানায়, নতুন আক্রান্ত নারী ক্রিকেটার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। দেশে ফিরে হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে ছিল নারী দল। কয়েকদিন আগেই কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুজন আক্রান্ত হওয়ায় অন্যদেরও আইসোলেশনে রাখা হয়। এবার আরেকজন আক্রান্ত হওয়ায় বাকিদের আইসোলেশনের মেয়াদ আরও বাড়লো।

পূর্ববর্তী নিবন্ধ৪র্থ জাতীয় জুজুৎসু প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের সাফল্য
পরবর্তী নিবন্ধনিউমুরিং যুব সংসদের শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন