স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে আবাহনী। গতকাল প্রথম সেমিফাইনালে আবাহনী ২-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাবকে। আবাহনী সেমিফাইনালের হার্ডলস উৎরে গেছে তাদের কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেসের ম্যাজিকে। রাশিয়া বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ড নিজে গোল করেছেন, একটি করিয়েছেন জীবনকে দিয়ে। ২৫ মিনিটে বঙের মাথা থেকে কলিন্দ্রেসের নেয়া ফ্রি-কিক সরাসরি আশ্রয় নেয় জালে। ৮২ মিনিটে আবার কলিন্দ্রেস ম্যাজিক। তার নিঁখুত ফ্রি-কিক থেকে বাঁ-পায়ে ব্যবধান দ্বিগুন করেন নাবিব নেওয়াজ জীবন। বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে আবাহনী।