মনোনয়ন না পেয়ে ছোট ভাই ও গাড়ি চালককে প্রার্থী!

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

সারা দেশে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আগামী ২৬ ডিসেম্বর। এতে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। কিন্তু নানা অভিযোগ থাকায় এবার তার হাতে নৌকা প্রতীক দেয়নি কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
দলের তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, মনোনয়ন না পাওয়ায় গিয়াস উদ্দিন তার ছোট ভাই নাছির উদ্দিনকে চেয়ারম্যান পদে দাঁড় করিয়েছেন। এমনকি তার ব্যক্তিগত গাড়িচালক হামিদ হোসেনকেও প্রার্থী করিয়েছেন ভাইয়ের পক্ষে এজেন্ট বাড়াতে। ইউনিয়নটিতে এবার দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যজাফর আলম আজাদীকে বলেন, ব্যক্তি কোনো বিষয় না, দলের প্রধান যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে সর্বস্তরের নেতাকর্মীকে কাজ করতে হবে। এই নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র এবং জেলা আওয়ামী লীগকে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, ফাঁসিয়াখালীতে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী।

পূর্ববর্তী নিবন্ধগাড়িতেই মাথা ঘুরে পড়ে যান পরীমনি
পরবর্তী নিবন্ধমারা যাওয়ার ১২ বছর পর দিয়ে গেলেন ভোট!