প্রথম ম্যাচে নেপালের সাথে ড্র করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে মেয়েরা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে জয়লাভ করে বাংলাদেশের মেয়েরা। শুরুর একাদশে সুযোগ পেয়েই আলো ছড়ান শাহেদা আক্তার রিপা। নিজে গোল করেছেন আবার করিয়েছেনও। জোড়া গোল করেন রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে জয়ী ভুটান পেল প্রথম হারের স্বাদ। আগের ম্যাচের একাদশ থেকে এ দিন তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। মার্জিয়া, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়রের বদলে মাঠে নামন আনুচিং মোগিনি, আফিদা খন্দকার ও রিপা। জয়ের অভিযানে নেমে দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। তবে তাতে ছিল খানিকটা ভাগ্যের ছোঁয়া। ভুটানের ডিফেন্ডার রিজিং ওয়াংমো বল ক্লিয়ার করতে গিয়েছিলেন, কিন্তু সামনে থাকা তহুরার খাতুনের পায়ে লেগে বল জড়ায় জালে। ষষ্ঠ মিনিটে শামসুন্নাহার জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ২০তম মিনিটে মনিকা চাকমার ক্রসে আনুচিং মোগিনির হেড সরাসরি গোলরক্ষকের কাছে যায়। ৩২তম মিনিটে মনিকার ক্রসে আনুচিংয়ের হেডের পর বল দুরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তহুরা লাফিয়ে উঠে মাথা ছোঁয়ানোর চেষ্টা করলেও নাগাল পাননি। প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। ৪১তম মিনিটে মারিয়া মান্ডার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিপা। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রসে গোলমুখ থেকে হেডে ব্যবধান আরও বাড়ান তহুরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বঙের বাইরে থেকে রিপার সোজা শট গোলরক্ষক কারমার হাত ফসকে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে। ভুটান প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ৫৩তম মিনিটে। তবে তা কাজে লাগাতে পারেননি ইয়েশি বিধা, বঙে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন তিনি। ৬৭তম মিনিটে মারিয়ার শট ফিস্ট করে ফেরান ভুটান গোলরক্ষক। এরপরই বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বঙের জটলার ভেতর থেকে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মান্ডা। আগামী শুক্রবার বাংলাদেশের বড় পরীক্ষা ভারতের বিপক্ষে।+