বছরের শেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

করোনা মহামারির কারণে চলতি বছরেও খুব কম সংখ্যক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বছরের সর্বশেষ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’র মুক্তির মধ্য দিয়ে চলতি বছর শেষ হচ্ছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এসময় একথা জানান চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম। পরিচালক নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি অংশ নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু তো একদিনে গড়ে উঠেননি। বঙ্গবন্ধু হয়ে উঠার ছোট্ট কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ হলো ‘একাত্তরের বীর বাঙালি’
পরবর্তী নিবন্ধপর্দার ‘স্পাইডার ম্যান’ এখন দোকানদার!