প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ট আন্তরিক জানিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। তিনি গতকাল রাঙামাটি সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কৈইল্লামুড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সজল চাকমা, জসিম উদ্দিন, শাহ এমরান রোকন, মো. আলাউদ্দিন, সুপায়ন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।











