দেশে গত এক সপ্তাহে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এবং মৃত্যু আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৫ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও ৩ জনের। গত এক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৮৮২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৬৫৯ জন। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। খবর বিডিনিউজের।
আর গত সাত দিনে মারা গেছেন আরও ২৭ জন, আগের সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ২৩ জন। অর্থাৎ, এক সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এই ২৭ জনের মধ্যে ১৮ জনেরই কোনো না কোনো ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি বা কোমরবিডিটি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৫ দশমিক ৬ শতাংশ উচ্চ রক্তচাপে, ৪৪ দশমিক ৪ শতাংশ ডায়াবেটিসে এবং ২২ দশমিক ২ শতাংশ হৃদরোগে ভুগছিলেন।
রোববার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৩২৯ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ৬ জনের। সোমবার মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৩১ জনের মৃত্যু হয়েছে।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩৩৫ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৮৭ শতাংশের বেশি। আর যারা মারা গেছেন, তারা ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। গত একদিনে দেশের ৩৬টি জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি; দেশের পাঁচ বিভাগ থেকে কোনো মৃত্যুর খবর আসেনি।