ডিজিটাল বাংলাদেশ উদযাপনে বাঁশখালীতে র‌্যালি ও সভা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ডিজিটাল বাংলাদেশ উদযাপন উপলক্ষে বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা কৃষি কর্তকর্তা মো. আবু সালেকের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. শফিকুর রহমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম,সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী, সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ। এতে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন থেকে বাস্তবে রূপ দিয়েছে প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়। পরে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা , বিতর্ক প্রতিযোগিতা ,চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করা হয় ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশ সকল অসুন্দরের নিপাত ঘটাবে