রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের হাজী বাচা মিয়ার সওদাগর বাড়িতে। নিহত সাকিব নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়া উপজেলার বাংলা বাজার পূর্ব সোনা দিয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
জানা যায় সাকিব বিগত ৪ বছর ধরে আধার মানিক গ্রামের মো. হাসেম নামে এক ব্যক্তির বাসায় কৃষি কাজ করতো। গতকাল সকালে কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। তিনি বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।