ডা. মুরাদ দেশে ফিরেছেন

আজাদী অনলাইন | রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৮ অপরাহ্ণ

বহুল আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন। তিনি বিমানবন্দরে অবস্থান করছেন। রবিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি বিমানবন্দরে অবতরণ করেন বলে সংশিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ব্যর্থ হয়ে তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

প্রসঙ্গত, অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের জেরে গত ৭ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান ডা. মুরাদ হাসান। এরপর গত ১০ ডিসেম্বর এমিরেটসের একটি ফ্লাইটে তিনি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কিন্তু কানাডার বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে সে দেশে ঢুকতে দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সাজাপ্রাপ্তসহ ১৭ আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধমেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বাবাকে কারণ দর্শানোর নোটিশ