মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তাঁর কিছু হলে এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। তিনি শুধু বিএনপি চেয়ারপার্সন নন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী। তিনি গত শুক্রবার বাদে আছর গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নবগঠিত চট্টগ্রাম মহানগর কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দলীয় কার্যালয় নাসিমন ভবন জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং নগর কৃষকদল সুসংগঠিতভাবে কাজ করতে পারে- সেই কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় জামে মসজিদের খতিব মাওলানা কারী এহসানুল হক। নবগঠিত মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল পাশা নিজামীর সঞ্চালনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু প্রমুখ।
উত্তর জেলা বিএনপি : সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে দিনাতিপাত করছেন। তিনি সরকারকে অবিলম্বে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গতকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহ্বুবের রহমান শামীম, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল মজুমদার ও হারুনুর রশীদ হারুন। জেলা বিএনপি নেতা নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে মাহ্বুবের রহমান শামীম বলেন, এই সরকার বেগম জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করে চরম অমানবিকতা প্রদর্শন করছে।
সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহ উদ্দিন, ইসহাক কাদের চৌধুরী, নুর মোহাম্মদ, কর্নেল আজিম উল্লাহ বাহার প্রমুখ।
দক্ষিণ জেলা কৃষক দল : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা কৃষক দলের উদ্যোগে দোস্ত বিল্ডিংস্ত দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দ্রুত সময়ে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিন। জামিন ও চিকিৎসা তাঁর হক। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম সাইফুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাঈনুল হাসান চৌধুরী পলাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।