চিটাগাং উইম্যান চেম্বারের বিজয় উৎসবের প্রস্তুতি

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বিজয় উৎসব। এ উপলক্ষে গতকাল শনিবার উইম্যান চেম্বার কার্যালয়ে প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সপ্তাহব্যাপী বিষয় উৎসবের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৫ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, খাদ্য উৎসব ও মেলায় অন্তর্ভূক্ত থাকবে। বিজয় উৎসব সফলভাবে আয়োজন করার জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়। সভার সভাপতি উৎসবকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট আবিদা মোস্তফা সকল নারী উদ্যোক্তা ও সদস্যদেরকে উৎসবে অংশগ্রহনের আহ্বান জানান। উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় অংশগ্রহণে আগ্রহীদেরকে উইম্যান চেম্বারের সাথে আগামীকাল ১৩ ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আয়েশা ফারহা চৌধুরী, আইভি হাসান, জেসমিন আক্তার, রেবেকা নাসরিন, সীমা খাতুন, সাবিনা কাইয়ুম, মোস্তারী মোর্শেদ স্মৃতি, লুৎমিলা ফরিদ, শাহেলা আবেদিন, ফেরদৌস ইয়াসমিন খানম, শামিলা রীমা, ফাতেমা বেগম, কাজী তুহিনা আক্তার, শামীম মোর্শেদ, বেবী হাসান, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, সিতারা রহমান, রেহনুমা মরিয়ম তুলি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধসিভাসু ও ইমপেরিয়াল হাসপাতালের সমঝোতা স্মারক