মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘থর’। আর এই চরিত্র দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ।
সমপ্রতি তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে, আবারও ‘থর’ হিসেবে ফিরতে চান। ‘দ্য টুডে শো’ তে উপস্থিত হয়ে ৩৮ বছর বয়সী অভিনেতা একথা জানান। ‘গড অফ থান্ডার’র ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন করা হয় তার কাছে। এসময় টম হল্যান্ডের আরও তিনটি ‘স্পাইডার ম্যান’ প্রকল্পে স্বাক্ষরের প্রসঙ্গে কথা উঠে আসে।
কথা প্রসঙ্গে অভিনেতা বলেন, সে কয়টি ‘স্পাইডার-ম্যান’ করেছে? আমার মনে হয় সে তিনটি করেছে। আমি ছয় বা সাতটা ‘থর’ করেছি। আমার মনে হয় এক্ষেত্রে সে আমার থেকে কিছুটা পেছনে।
সুপারহিরো সিরিজ ভক্তদের জন্য ‘থর’ চরিত্রে ফিরে আসার আশা ব্যক্ত করেন ক্রিস।