আলাদা হবে জোড়া জমজ শিশু লাবিবা-লামিসা

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

আড়াই বছরের বেশি সময় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপাচারের মাধ্যমে আলাদা হতে যাচ্ছে জোড়া জমজ শিশু লাবিবা-লামিসা। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, সবকিছু ঠিক থাকলে সোমবার অস্ত্রোপচার হবে। এতে নয় থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে। খবর বিডিনিউজের।
দুই বছর আট মাস বয়সী লাবিবা-লামিসা নিলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের লাল মিয়া-মনুফা বেগম দম্পতির সন্তান। ২০১৯ সালের ১৫ এপ্রিল উপজেলা সদরের একটি ক্লিনিকে তাদের জন্ম হয়। সংবাদ সম্মেলনে শিশু দুটির জোড়া লাগা দেহ আলাদা করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল। তিনি বলেন, আমরা খুবই আশাবাদী। আমরা সফল হব বলে ধারণা করছি। জোড়া শিশু দুটির যখন নয়দিন বয়স, তখন তারা রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসে। তারা প্রায় দেড় মাস এখানে ভর্তি ছিল। এর মধ্যে তাদের পায়ুপথে অস্ত্রোপচার ও পেট দিয়ে মল ত্যাগের ব্যবস্থা করা হয়। এরপর তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। করোনা ভাইরাসের কারণে এতদিন শিশু দুইটির অস্ত্রপচার করা সম্ভব হয়নি।
এর আগে ২০১৭ সালের অগাস্টে এই হাসপাতালের ২২ জন চিকিৎসকের প্রায় নয় ঘণ্টা পরিশ্রমে পিঠ থেকে কোমরের নীচ পর্যন্ত জোড়া লাগা ১০ মাস বয়সী যমজ শিশু তোফা ও তহুরার অস্ত্রোপচার সফল হয়। অধ্যাপক কাজল বলেন, এর আগে জোড়া শিশু তোফা-তহুরার অস্ত্রোপচারে আমরা সফল হয়েছি। আশা করি এ ক্ষেত্রেও আমরা সফল হতে পারব। লাবিবা-লামিসার জোড়াটা একটু ব্যতিক্রম।

পূর্ববর্তী নিবন্ধনাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধডা. সেলিম আকতার চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত