চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হ্যান্ডবল ও ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের চিকিৎসা সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ডে উপলক্ষ্যে ফুটবল ও মহিলাদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসপাতাল মাঠে শুরুতেই আয়োজিত ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল স্টাফ দল ও নার্সিং ইনস্টিটিউট পুরুষ দল। যেখানে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল স্টাফ দল ১-০ গোলে জয় লাভ করে। এরপর একই মাঠে মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি হেলথ প্রোগ্রামের লাল দল ৬-৪ গোলে নার্সিং ইনস্টিটিউটের নীল দলকে পরাজিত করে। প্রচুর ক্রীড়ামোদী দর্শক এই ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে।
ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব, হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিলিয়ম এ সাংমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই সিনেমা
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস ক্লাবের টেবিল টেনিস কমিটি গঠিত