সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনের প্রতিযোগী ছিলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেন তারা। এরপর একটি প্রযোজনা সংস্থা তাদের সঙ্গে তিনটি মিউজিক ভিডিওর চুক্তি করা হয়। কিন্তু পবনদীপের সঙ্গে ‘ফুরসত’ গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে না অরুণিতাকে। তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। জানা গেছে, পরিবারের আপত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অরুণিতা। খবর বাংলানিউজের। জানা গেছে, অরুণিতার বাবা-মায়ের আপত্তি রয়েছে পবনদীপের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করায়। তারা চাইছেন না অরুণিতা অনস্ক্রিন পবনদীপের সঙ্গে কোনো রোমান্টিক সিন করুক। অকারণে মেয়ের সঙ্গে পবনদীপের সম্পর্ক নিয়ে যে চর্চা শুরু হয়েছে সেটি আর দেখতে চান না তারা। অরুণিতা সরে দাঁড়ানোয়া ‘ফুরসত’ গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে দক্ষিণী মুখ চিত্রা শুক্লাকে। তবে অনস্ক্রিন অভিনয় না করলেও চিত্রায় লিপের গান অরুণিতাই গেয়েছেন। একসঙ্গে অনস্ক্রিন রোমান্স না করলেও গানের মাধ্যমেই কেমিস্ট্রি ধরে রাখতে চান এ জুটি।












