মহেশখালীতে পুলিশের অভিযানে ৫ রোহিঙ্গা নারী আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত আড়াইটায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল গ্রামের দক্ষিণপাড়া এলাকার মকছুদ মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার উপপরিদর্শক মনিষ সরকারের নেতৃত্বে পুলিশ টিম উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৫ জন রোহিঙ্গা নারীকে আটক করেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের উখিয়া থানার মাধ্যমে পুনরায় ক্যাম্পে পাঠানো হয়েছে।