আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে পটিয়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক)-ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বিকেল চারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সনাক পটিয়ার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাবেক সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য সাংবাদিক আবদুর রাজ্জাক, সনাক সদস্য গৌতম চৌধুরী। মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যরাও অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।