স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের ১০১তম আবির্ভাব উৎসব আজ শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নন্দনকানন তুলসীধামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গৃহীত আয়োজনের মধ্যে রয়েছে- নাম সংকীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, গুরুপূজা, সমবেত প্রার্থনা, সঙ্গীতাঞ্জলি, স্বামীজি প্রসঙ্গে আলোচনা ও প্রদীপ প্রজ্বলন। পৌরহিত্য করবেন তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী। প্রেস বিজ্ঞপ্তি।