মানবাধিকার সুরক্ষায় চিন্তা ও কর্মে পরিবর্তন জরুরি

চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উদ্‌যাপন

আজাদী ডেক্স | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

জাতীয় মানবাধিকার ইউনিটি : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগরের উদ্যোগে বিভাগীয় সভাপতি লোকমান চৌধুরীর সভাপতিত্বে ও জাতীয় মানবাধিকার ইউনিটির সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিনের পরিচালনায় এক বর্ণাঢ্য র‌্যালি শেষে নগরীর একটি হলে সম্মিলিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধান বক্তা ছিলেন মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক কুমুল জ্যোতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটির বিভাগীয় উপদেষ্টা ওসমান গণি, চট্টগ্রাম মহানগরের সভাপতি রেখা আলম চৌধুরী, দক্ষিণ জেলার আহ্বায়ক মোহাম্মদ হাসান, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পারভেজ, শিব্বির আহমদ ওসমানী। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, আরেকুর রহমান আরেক, মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, আব্দুল্লাহ আল নোমান রণি প্রমুখ।
আসক ফাউন্ডেশনের র‌্যালি ও মানববন্ধন : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও এর আওতাধীন জেলা, মহানগর, বিভিন্ন উপকমিটির উদ্যোগে ৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জামাল চৌধুরী, ডা. বেলাল মৃধা, নুরুল বাশার, এমদাদুল করিম সৈকত, এয়ার মোহাম্মদ খোকন, নাছির উদ্দিন মোল্লা, রফিকুল ইসলাম, এডভোকেট তসলিম উদ্দিন, জিয়াউল ইসলাম, মিথিলা চৌধুরী ও কহিনুর আক্তার কাজল প্রমুখ। সভায় বক্তারা মানবাধিকার কমিশন ও বেসরকারি মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি, গণমাধ্যম, মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানায়।
বিল্‌সের আলোচনা সভা : ‘বিশ্ব মানবাধিকার দিবস-২০২১’ উপলক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্‌স) উদ্যোগে এক আলোচনা সভা গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিল্‌স-এলআরএসসি পরিচালনা কমিটির সদস্য সচিব ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রমিক নেতা মু. শফর আলীর সভাপতিত্বে ও পাহাড়ী ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এ এম নাজিমউদ্দিন, বিভাগীয় বিএলএফ সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, জেলা বিএমএসএফ সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, জেলা জেএসজে সভাপতি এ কে এম মমিনুল ইসলাম, জেলা বিজেএসএফ সাধারণ সম্পাদক জাহিদউদ্দিন শাহীন, ফজলুল কবির মিন্টু, উজ্জ্বল বিশ্বাস, শাহেনেওয়াজ চৌধুরী, নাসরিন আক্তার, এড. মো. ইকবাল হোসেন, তামান্না বিনত্‌ে আজাদ, সীমু সাহা প্রমুখ।
সভায় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার সুরক্ষার বিষয়টি শ্রমক্ষেত্র এবং সাধারণ শ্রমিকদের জন্য একটি সবিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের শ্রমজীবী মানুষ প্রতিনিয়ত বহুমাত্রিক মানবাধিকার লংঘনের শিকার। শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার সাথে মানবাধিকারের বিষয়গুলো বহুলাংশে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে শ্রমিকের কাজে নিযুক্ত হবার অধিকার, কাজের বিনিময়ে মজুরী ও অপরাপর আইন স্বীকৃত সুবিধা ও পাওনাদি পাবার অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শোভন কাজ ও নিয়োগকর্তার নিকট হতে সৌজন্যমূলক আচরণ প্রাপ্তির অধিকার এবং মানবিক মর্যাদাসমেত জীবন ধারনের অধিকার এসবের মধ্যে সবিশেষ উল্লেখ্য। করোনাবহ এ সময়েও শ্রমিকের মৌলিক ও মানবাধিকারসমূহ প্রতিনিয়ত নানাভাবে লংঘিত হচ্ছে। আয়হীনতা, কাজের অপর্যাপ্ততা, কম মজুরী ও মজুরী বৈষম্য, ক্ষেত্র বিশেষে দেরিতে মজুরী পরিশোধ, নিয়োগে ও কাজে লৈঙ্গিক সমতা রক্ষিত না হওয়া, কথায় কথায় ছাঁটাই, চাকুরিচ্যুতি, কোন কোন প্রতিষ্ঠানে অবৈধ লে-অফ, অতিরিক্ত কাজের চাপ, র্দুঘটনা ও অসুসহতার ঝুকিঁ, অসম বিশ্বায়ন, জলবায়ূ পরিবর্তন-জনিত ঝুকিঁ, বহুজাতিক কর্পোরেট পুজিঁর প্রতাপ, অটোমেশন, প্রতিনিয়ত আমাদের দেশের শ্রমজীবী জনগোষ্ঠীকে অধিকারের প্রশ্নে নানাভাবে কোনঠাসা করে রেখেছে।

এ অবস্থার পরিবর্তনের জন্য আমাদের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোকে নতুন বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় চিন্তা ও কর্মে রদবদল ঘটাতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
কাপ্তাইয়ে গুণীজন সংবর্ধনা : কাপ্তাই প্রতিনিধি জানান, বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিশ্বমানবাধিকার দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। ওয়াগ্‌গাছড়া চা বাগানে আয়োজিত মানবাধিকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইাখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন, আমিনুর রশীদ কাদরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং এবং কাপ্তাই মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি টি এস তালুকদার। অনুষ্ঠানের শুরুতে কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়নে অবস্থিত সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রমনী মোহন তনচংগ্যাকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মানবাধিকার পদক ও সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের র‌্যালি : বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক র‌্যালী চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গতকাল শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম শামসুল হক, চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, এম নুরুল হুদা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎসজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সুরেশ দাশ, ল্যাফটেনেন্ট (অব) ইলিয়াস কামরু, এম. মনজুর আলম, কামরুল হুদা, আব্দুল হালিম রনি, ইব্রাহিম হোসেন বাবুল, জসিম উদ্দিন, মনজুর আলম, একরামুল হক সোহেল, কামরুল হক রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবেগম কামরুন্নেছা
পরবর্তী নিবন্ধস্বামী অচ্যুতানন্দ পুরীর আবির্ভাব উৎসব আজ