ইউএসটিসিতে এডমিশন ফেয়ারের তৃতীয় দিনেও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভীড় ছিল। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এডমিশন ফেয়ার শনি ও রবিবার আরও দু’দিনের জন্য বর্ধিত করেছে। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তৃতীয় দিনও এডমিশন ফেয়ার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, ফ্যাকাল্টি অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ড. দেব প্রসাদ পাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. সৈয়দ আলী ফজল, রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, প্রক্টর ইঞ্জিনিয়ার কাজী নুর-ই-আলম সিদ্দিকী, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ। প্রসঙ্গত, স্পট এডমিশনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত এডমিশন ওয়েভার বিদ্যমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।