আগামীকাল ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’। শৈলীর উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে (কদমমোবারক বাইলেন, মোমিন রোড, চট্টগ্রাম)। সময় : বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ইতোপূর্বে প্রকাশিত হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এখানে ১০৫ জন সাহিত্যবোদ্ধাকে ‘বইবন্ধু সম্মাননা’ প্রদান করা হচ্ছে। বইমেলায় ২০ ভাগ কমিশনে বই বিক্রি করা হলেও সম্মননাপ্রাপ্ত গুণীরা পাবেন অর্ধেক দামে। আমি এমন উদ্যোগকে অভাবনীয় হিসেবে উল্লেখ করতে চাই। আমাদের সুপ্রিয় পাঠকদের সুবিধার্থে প্রতিদিনের কর্মসূচি এখানে তুলে ধরছি।
উদ্বোধনী অনুষ্ঠান : ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার, বিকেল ৫টা। উদ্বোধক : ড. মাহবুবুল হক। সভাপতি : অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। স্বাগত ভাষণ : নেছার আহমদ। আলোচক : বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, কামরুল হাসান বাদল, অরুণ শীল।
১১ ডিসেম্বর ২০২১, শনিবার, সন্ধ্যা সাড়ে ৬টা : সভাপতি : প্রফেসর রীতা দত্ত। বইবন্ধু সম্মাননা পাবেন: সজল দাশ, মৃণালিনী চক্রবর্তী, বাসুদেব খাস্তগীর, জাকির হোসেন কামাল, রূপক কুমার রক্ষিত, কাসেম আলী রানা, ইসমাইল জসীম, জুবাইর জসীম, সরওয়ার কামাল পাশা, রুনা তাসমিনা, কানিজ ফাতিমা, গৌতম কানুনগো, সৈয়দা সেলিমা আক্তার, বিবেকানন্দ বিশ্বাস, বিশ্বজিত বড়ুয়া, শান্তময় দাশ, কোহিনুর শাকি, মো. রেজাউল করিম, মির্জা মোহাম্মদ আলী, প্রদ্যেুাৎ কুমার বড়ুয়া।
১২ ডিসেম্বর ২০২১, রোববার, সন্ধ্যা সাড়ে ৬টা : সভাপতি : অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। বইবন্ধু সম্মাননা পাবেন: বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, সুলতানা নুরজাহান রোজী, মিলন বনিক, বিচিত্রা সেন, বিপ্রতীপ অপু, রাশিদা তিথি, কাজী জাহাঙ্গীর, এস এম মোখলেসুর রহমান, শিপ্রা দাশ, ইকবাল আহমেদ খান, জেবারুত সাফিনা, অনিক শুভ, মানস শেখর, সুপ্তা দাশ, শামীমা আক্তার হীরা, রফিকুল ইসলাম, শফিকুজ্জামান মজুমদার, শামসুল কবির লিটন, আবু বক্কর সিদ্দিক, মর্জিনা হক চৌধুরী পপি।
১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, সন্ধ্যা সাড়ে ৬টা : সভাপতি : অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। বইবন্ধু সম্মাননা পাবেন: প্রফেসর সালমা রহমান, দিলরুবা আক্তার চৌধুরী, মুহাম্মদ মুসা খান, মোহাম্মদ জহির, রেজাউল করিম স্বপন, মোহাম্মদ হাসানুল ইসলাম, পরিমল ধর, মুহাম্মদ মহসীন চৌধুরী, সুপ্রতিম বড়ুয়া, শিপন চন্দ্র দেবনাথ, কাঞ্চনা চক্রবর্তী, সুবর্ণা দাশ মুনমুন, অমল বড়ুয়া, পিংকু দাশ, ছাইফুল হুদা ছিদ্দিকী, সৌভিক চৌধুরী, বাবুল কান্তি দাশ, মোহাম্মদ আইয়ুব, প্রদীপ ভট্টাচার্য, আজিজা রূপা।
১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, সন্ধ্যা সাড়ে ৬টা : সভাপতি : খুরশীদ আনোয়ার। বইবন্ধু সম্মাননা পাবেন: আনন্দ মোহন রক্ষিত, ডা. কল্যাণ বড়ুয়া, মাহবুবা চৌধুরী, জসিম উদ্দিন খান, নাছিম আখতার রিনা, শারুদ নিজাম, শামীম ফাতেমা মুন্নী, কৌশিক রেইন, নিশাত হাসিনা শিরিন, লিপি বড়ুয়া, হেলাল চৌধুরী, মিতা দাশ, সৈয়দা ডালিয়া, শিরিন আফরোজ, শিউলী নাথ, গৌরী প্রভা দাশ, তানজিনা রাহী, জোনাকী দত্ত, শিমু রহমান, গোপা ত্রিবেদী।
১৫ ডিসেম্বর ২০২১, বুধবার, সন্ধ্যা সাড়ে ৬টা : সভাপতি : আমিনুর রশীদ কাদেরী। বইবন্ধু সম্মাননা পাবেন: জাহাঙ্গীর মিঞা, মাজহারুল হক, সৈয়দা রিফাত আকতার নিশু, এস এম আবদুল আজিজ, শাকিল আহমদ, নিজামুল ইসলাম সরফী, রেজাউল করিম, গোফরান উদ্দীন টিটু, মোঃ রোকন উদ্দিন, মোঃ মামুন অর রশিদ চৌধুরী, শামীমা আক্তার শিল্পী, দুলাল বড়ুয়া, তারিফা হায়দার, নুসরাত সুলতানা, শর্মিষ্ঠা চৌধুরী, শ্রীধর দত্ত, বিভাস গুহ, জেসমিন সুলতানা চৌধুরী, তসলিম খাঁ, ফারজানা আজিম, শ্রীধর কান্তি গুহ, সুমন মজুমদার, নান্টু বড়ুয়া।
১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, সন্ধ্যা সাড়ে ৫টা : মুক্তিযুদ্ধের কবিতা উৎসব।
সমাপনী অনুষ্ঠান : ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টা : সভাপতি : ড. আনোয়ারা আলম। আলোচক : সৈয়দ তাজুল ইসলাম, ড. উজ্জ্বল কুমার দেব, মেহের আফরোজ হাসিনা। ধন্যবাদ বক্তব্য : নেছার আহমদ।