মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ ও বধ্যভূমি সংরক্ষণ করার অনুরোধ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি সুজন

| বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১১:৫৩ পূর্বাহ্ণ

নগরীতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা বধ্যভূমি সংরক্ষণ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিকট অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিকট এ অনুরোধ জানান।
এসময় তিনি বলেন, এতো বছরে চট্টগ্রামে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউসটি মুক্তিযুদ্ধের একটি স্মৃতি বিজড়িত স্থান। তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ নির্দেশে এ ভবনের সম্মুখস্থ স্থানটিকে শিশু পার্ক বানিয়ে ভবনের প্রকৃত ইতিহাসকে আড়াল করা হয়েছে। তাই সার্কিট হাউসের সামনে থেকে শিশুপার্কটি অন্যত্র সরিয়ে সেখানে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ চট্টগ্রামের সর্বস্তরের জনগনের প্রাণের দাবি। পাশাপাশি সার্কিট হাউসটিকে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে সক্ষম হবেন। এছাড়াও ফিরোজশাহ কলোনী, ফয়’স লেক, হালিশহরের মধ্যম নাথপাড়া, শেরশাহ কলোনী, ঝাউতলা, ডালিম হোটেল, গুডস হিল, পাহাড়তলী হাজী ক্যাম্পসহ আরো অনেক বধ্যভূমিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা বিহারীদের সহায়তায় বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিদের হত্যা করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসামিদের বক্তব্য প্রদান সম্পন্ন মামলার যুক্তিতর্ক জানুয়ারিতে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এনজিও প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা