দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, এক দিনে সংক্রমণ ধরা পড়েছে ২৯১ জনের মধ্যে। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন। তাদের মধ্যে ২৮ হাজার ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৮ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।
এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২০১ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশ। দেশের ৩৫ জেলায় এ সময় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।











