শীতের পাখি শীতের পাখি
কোথায় তোমার বাস,
শীত আসতেই ছুটে আসো
আমাদের এই নিবাস।
শ্যামল দেশে পাখি যখন
গায় যে সুরে গান,
তাই না শুনে সবার মনে
জাগে সুখের বান।
এই দেশেরই আকাশ-বাতাস
সোনার চেয়ে খাঁটি,
তাইতো শীতে ফিরে পাখি
সুখ যে পরিপাটি।
মেহুল পাল (৩২,২১৮) | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ