চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় ভিবিডি-চট্টগ্রাম জেলা ৭ দিনব্যাপী ‘পলিথিন ফ্রি চট্টগ্রাম’ নামের একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে।
ক্যাম্পেইন চলাকালীন তারা চৌমুহনী কর্ণফুলী বাজারের ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে পলিথিন নিয়ে অভিযোগ পান। তারই সূত্র ধরে গত রবিবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ভিবিডি-চট্টগ্রাম জেলা একটি সার্ভে করে। ‘নো পলিথিন ক্যাম্পেইন’ শিরোনামের এই সার্ভেতে ভলান্টিয়াররা ১০জন করে ৪টি দলে ভাগ হয়ে কর্ণফুলী বাজারের দোকানি ও ক্রেতাদের কাছ থেকে পলিথিনের বিকল্প কী হতে পারে এমন বিষয়ে প্রশ্ন করেন এবং তাদের কাছ থেকে এগুলোর উত্তর গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।