ইমনকে র‌্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ

| বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ইমন র‌্যাব সদর দপ্তর থেকে বের হন। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার পর তিনি র‌্যাব সদর দপ্তরে যান। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর বাংলানিউজের।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি কিভাবে ফাঁস হলো মূলত সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সমপ্রতি মুরাদ হাসান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক সদস্য সম্পর্কে বক্তব্য দেন। তার ওই বক্তব্যে নারী বিদ্বেষের অভিযোগ ওঠে। এরপর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার ফোনালাপ ফাঁস হয়। মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধমা-বোনদের মনে কষ্ট দিলে ক্ষমা চাই : মুরাদ
পরবর্তী নিবন্ধওমরাহ থেকে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই : মাহি