গণতন্ত্র রক্ষায় তৃণমূল স্তরের নেতৃত্বকেই দায়িত্ব পালন করতে হবে

৩১নং আলকরণ ওয়ার্ডের ইউনিট সম্মেলনে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৩১নং আলকরণ ওয়ার্ডের ক ইউনিটের সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রীতি, সাম্য ও গণতন্ত্র রক্ষায় তৃণমূল স্তরের নেতৃত্বকেই দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নির্দেশনা ও দলীয় সুস্পষ্ট সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তূণমূল স্তরে সাংগঠনিক কার্যক্রম পুনঃগঠন শুরু হয়েছে। এতে সকলের সহযোগে ও সহযোগিতায় একটি দলকে সামাজিক নিরাপত্তার বেষ্টনি হিসেবে তৈরি করতে পারলেই দেশ, দল ও জাতি বাঁচবে। ৩১নং আলকরন ওয়ার্ডের ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক। বক্তব্য রাখেন শওকত হোসাইন, ৩১নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে স্বপন ভট্টাচার্য্য সভাপতি ও ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধইন্দিরা গান্ধীকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করল বিজয় মেলা পরিষদ
পরবর্তী নিবন্ধগণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা ছিলেন পল্লীবন্ধু এরশাদ