চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে সম্মেলন ১০ ডিসেম্বর

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

চতুর্থ শিল্প বিপ্লব : বাংলাদেশের সীমাবদ্ধতা ও সুযোগ শীর্ষক সম্মেলন আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলর সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইসিএমএবির সাবেক সভাপতি আরিফ খান এফসিএমএ। বিশেষ অতিথি থাকবেন সাফা সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং আইসিএমএবির সভাপতি আবু বকর সিদ্দিক এফসিএমএ। ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান ইমতিয়াজ আলমের পরিচালনায় ‘চতুর্থ শিল্প বিপ্লবের সীমাবদ্ধতাকে সুযোগে রূপান্তর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান। বাণিজ্য মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামানের পরিচালনায় ‘চতুর্থ শিল্প বিপ্লব : ব্যাংকিং সেক্টরের প্রস্তুতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা। এছাড়া ইনডেক্স গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ এফসিএমএ , বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন এফসিএমএ, সুন সিং গ্রুপের সিএফও কাউসার আলম এফসিএমএ এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিটের সিইও সৈয়দ এ মামুন এফসিএমএ উপস্থিত থাকবেন। হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠেয় সম্মেলনে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন আইসিএমএবির সেমিনার অ্যান্ড কনফারেন্স কমিটির চেয়ারমান মোহাম্মদ মনোয়ারুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব স্বেচ্ছাসেবী দিবস পালিত
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠান