চট্টগ্রাম আবারো হারালো রাঙামাটিকে

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের এ্যাওয়ে পর্বের খেলায় চট্টগ্রাম জেলা দল জয়লাভ করেছে। গতকাল সোমবার রাঙ্গামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা ১-০ গোলে স্বাগতিক রাঙ্গামাটি জেলা দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। খেলার একেবারে শেষ দিকে ৮৮ মিনিটের সময় চট্টগ্রাম দলের পক্ষে মোহাম্মদ আকতারুজ্জামান বিজয়সূচক গোলটি করেন। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার সালাউদ্দিন জাহেদ জানিয়েছেন এ জয়ের ফলে চট্টগ্রাম জেলা পরবর্তীতে কঙবাজার জেলার বিপক্ষে হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। আগামী ১০ ও ১৩ ডিসেম্বর এ খেলা অনুষ্ঠিত হতে পারে। এখানে জয় পেলে চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে খেলার সুযোগ পাবে। উল্লেখ্য,হোম ভেন্যুতে গত শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক চট্টগ্রাম জেলা দল ২-০ গোলে রাঙামাটি জেলাকে পরাজিত করেছিল। চট্টগ্রাম জেলা দলের খেলা উপলক্ষে সিজেকেএস এবং সিডিএফএ কর্মকর্তাবৃন্দ খেলোয়াড়দের উৎসাহ দিতে রাঙ্গামাটি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপিটুপি’র ক্রিক ফেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের ফলাফল