সফরকারী পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টি বাঁধায় মাঠে গড়ায়নি খেলা। এদিন মাঠে কোনো বলই গড়ায়নি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এমন বৃষ্টির কারণে মাঠে আসেননি ক্রিকেটাররাও। থেকে গেছেন হোটেলে। রোববার দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় গতকাল আধঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কোন উন্নতি না হলে হওয়ায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে দ্বিতীয় দিনে বৃষ্টি ও বাজে আবহাওয়ার বাধা অব্যাহত ছিল। ফলে মাত্র ৬.২ ওভার খেলা হওয়ার পরই বিকেল ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা গড়ায় বেলা ১২টা ৫০ মিনিটে। প্রথম দিনে অপরাজিত থাকা দুই ব্যাটার বাবর আজম ও আজহার আলী এদিন করেন শতরানের জুটি।