দাবায় জোন-৩ এর বাছাই পর্বের ৭ম রাউন্ড সম্পন্ন

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

৪৬তম জাতীয় দাবা বি চ্যাম্পিয়নশিপের জোন-৩ এর বাছাই পর্বের ৭ম রাউন্ড শেষে কক্সবাজারের কুতুব উদ্দিন ৭ খেলায় ৬ পয়েন্টে অর্জন করে অপরাজিতভাবে শীর্ষে আছেন। ৫.৫ পয়েন্ট পেয়ে বান্দরবানের রত্ন জয় ২য়, ৫ পয়েন্ট পেয়ে চট্টগ্রামের আসিফ মাহমুদ, কক্সবাজারের হামিদুল হক ৩য় স্থানে, ৪.৫ পয়েন্ট পেয়ে কক্সবাজারের সাগর উল্লাহ ৪র্থ স্থানে আছেন। আজ বিকাল ৩ টায় ৮ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৩ জন খেলোয়াড় ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা বি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধভক্তদের চমকে দিলেন তাহসান
পরবর্তী নিবন্ধঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত