লায়ন ফারজানা আফসার রিতা ‘সফল নারী’ প্রয়াস অ্যাওয়ার্ডে ভূষিত

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

লায়ন ফারজানা আফসার রিতা ‘সফল নারী’ প্রয়াস অ্যাওয়ার্ড ২০২১- এ ভূষিত হয়েছেন। সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ। প্রয়াস এর সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফারজানা আফসার রিতাসহ সাত জনের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। ফারজানা আফসার ( রিতা ) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর প্রাক্তন লেডি গভর্নর। তিনি লেডি কাউন্সিল চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সাবেক লায়ন গভর্নর এবং কাউন্সিলর চেয়ারপার্সন, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লায়ন আনোয়ার শওকাত আফসারের সহধর্মিনী। তিনি সাকী গ্রুপের চেয়ারম্যান, ইস্টার্ণ ইউরোপিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোক্তা প্রেসিডেন্ট ও ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বারের উদ্যোক্তা পরিচালক । তিনি লায়ন্স ক্লাবসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে জড়িত। বর্তমানে তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৪ এর রিজিওনাল চেয়ারম্যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আমার শত গান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধগণমানুষের সুখ-দুঃখ গাঁথার সঙ্গে একাত্মতার তাগিদে জন্ম সৃজামির