জনতা ব্যাংকের ৭৬ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় অবহেলার কারণে ব্যাংকের এক কর্মকর্তাকে শো-কজ করেছেন আদালত। তিনি হলেন নগরীর কোতোয়ালি কোর্ট রোডে থাকা জনতা ব্যাংকের বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক। গতকাল সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় সর্বশেষ ১৬ টি ধার্য তারিখে পাওনা আদায়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আদালত এ শো-কজ করেন। আগামী ১৫ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আদালত সূত্র জানায়, জনতা ব্যাংকের উক্ত শাখার ৭৬ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স হাসনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ও এর মালিকদের বিরুদ্ধে ২০০৭ সালে একটি অর্থঋণ মামলা হয়। এ মামলায় রায়ও ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে বিবাদীকে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু বিবাদীরা তা করেননি। একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৮ সালে টাকা ফেরত পেতে একটি জারি মামলা করেন।