করোনাভাইরাসে আক্রান্ত রোগী এক দিনের ব্যবধানে ৮০ জন বেড়েছে। তবে সপ্তাহের হিসাবে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২৭৭ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১৯৭। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন। খবর বিডিনিউজের।
গত এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩২৬ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। গত এক সপ্তাহে শনাক্ত রোগী কমেছে ২ শতাংশের বেশি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৭ শতাংশের বেশি কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৪৮তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে (২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫৯ জন। আগের সপ্তাহে মোট ১ হাজার ৬৯৬ জন আক্রান্ত হয়েছিলেন। এ সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৪৭তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে (২২ থেকে ২৮ নভেম্বর) ২৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২১৯ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৯ শতাংশের বেশি। গত একদিনে সারাদেশের ৩৫টি জেলায় করোনাভাইরাসের কোনো রোগী পাওয়া যায়নি। বরিশাল ও সিলেটে গোটা বিভাগে নতুন রোগীর সংখ্যা ছিল শূন্য।