মুরাদকে নিয়ে ফখরুলের সঙ্গে তর্কে যুবদল নেতা

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ছাত্রদল করতেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করার পর তা নিয়ে প্রকাশ্য অনুষ্ঠানে তর্কে জড়ালেন যুবদলের এক নেতা। ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গতকাল নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’-এর আলোচনায় ফখরুল তথ্য প্রতিমন্ত্রীর সামপ্রতিক এক বক্তব্যের নিন্দা জানান। বক্তব্যের এক পর্যায়ে বিএনপি মহাসচিব বলেন, ‘শুনেছি সে না কি একসময় ছাত্রদল করত। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা।’ এ সময়ে মিলনায়তনের দ্বিতীয় তলায় থাকা যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন দাঁড়িয়ে ফখরুলের বক্তব্যের দ্বিমত জানিয়ে বলেন, ‘মুরাদ ছাত্রদল করে নাই।’ এই তর্কে জড়িয়ে পড়লে মির্জা ফখরুল ধমকের সুরে বলেন, ‘ইউ ডোন্ট নো। তুমি বাজে কথা বলবে না। তুমি জান না।’ খবর বিডিনিউজের।
এরপরও শাহিন তর্ক চালিয়ে গেলে মিলনায়তনে থাকা বিএনপিকর্মীরাও ক্ষুব্ধ হয়। ফখরুল তখন যুবদল নেতা শাহিনকে নিচে নেমে মঞ্চে আসার জন্য বলেন। মঞ্চে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম চুপ থাকতে বলেন শাহিনকে। পরিস্থিতি শান্ত হলে ফখরুল বলেন, ‘এক সময়ে সে (মুরাদ) ছাত্রদল করেছেন, পরবর্তীতে সে ছাত্রলীগের নেতা হয়ে প্রেসিডেন্ট হয়েছে। দুর্ভাগ্য আমাদের, এই রকম একটা ছেলে ওই সময়ে ছাত্রদলে ছিল।’
ছাত্রজীবনে ছাত্রদলের সম্পৃক্ততার যে কথা উঠেছে, সে বিষয়ে মুরাদ হাসানের বক্তব্য জানতে চাইলে গতকাল বিকালে একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
প্রতিমন্ত্রী মুরাদ হাসান সমপ্রতি সোশাল মিডিয়ায় এক আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়েকে নিয়ে বর্ণবিদ্বেষী এবং অবমাননাকর বক্তব্য করেন, যার সমালোচনা হচ্ছে। সেই প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, ‘সোশাল মিডিয়াকে জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট কথাবার্তা বলছেন। একজন ভুঁইফোড়, ডাক্তার ছিল শুনেছি, সম্ভবত জামালপুরের সরিষাবাড়ীর।’ নারী সংগঠনগুলোকে এনিয়ে সরব হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এই যে বর্ণবাদী কথা, এই যে নারী বিদ্বেষী কথা-আমার বোনদের অনুরোধ করব, আপনাদের প্রতিবাদ জানানো উচিত। আজকে আমি ধন্যবাদ জানাই কয়েকজন নারীনেত্রীকে তারা আজকে প্রতিবাদ করেছেন।’

পূর্ববর্তী নিবন্ধচালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা
পরবর্তী নিবন্ধপ্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ