চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আলাপের যে ফোনালাপটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই ফোনালাপটি সত্য বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইমন। তবে এটি দুই বছর আগের বলেও জানান এই অভিনেতা।
বাংলানিউজের খবরে বলা হয়, ফোনালাপটি নিয়ে ইমন বলেন, ‘ফোনালাপটির অপর প্রান্তে ছিলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে ঘটনাটা দুই বছর আগের। আমাদের ‘ব্লাড’ সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে তিনি ফোন দেন। একজন মন্ত্রী যখন কল দেন তখন সেটা এড়িয়ে যাওয়া যায় না। সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। কোন অনুভূতি থেকে তিনি কথাগুলো বলছেন, সেটা বোঝা যায়। ’
ইমন বলেন, ‘মাহিকে যে এভাবে প্রতিমন্ত্রী গালিগালাজ করেছেন, আমি জানতাম না।
মাহির হাতে ফোনটা দিয়ে আমি তখন পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম। প্রতিমন্ত্রীর ফোনটি আমার নম্বরে এলেও আমার সেটে রেকর্ডিং অপশনই নেই।’ এরপর বিষয়টি নিয়ে মাহির সঙ্গে ইমনের আর আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়া ফোনালাপটির পর ইমন ও মাহি দু’জনই নিজ নিজ বাসায় চলে যান বলেও জানান এই অভিনেতা।
এদিকে বিডিনিউজের এক খবরে বলা হয়, ওমরাহ পালনে স্বামীকে নিয়ে এখন সৌদি আরবে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি; তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদ হারানোর খবর পেয়ে সেখানে থেকেই প্রতিক্রিয়া জানান তিনি। গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, দুই বছর আগের সেই ঘটনায় ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রত্যুত্তরের ভাষা আমার জানা ছিলো না’। সেই কথোপকথনের সত্যতা নিশ্চিত করে মাহি আড়াই মিনিটের ওই ভিডিওতে বলেন, ‘আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কষ্ট পেয়েছি, যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোনো না কোনোভাবে তিনি তার রেজাল্টটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ।’ তিনি বলেন, ‘আমার কোনো দোষ ছিল না, আমি একটা পরিস্থিতির শিকার ছিলাম।’