প্রদীপ ও তার স্ত্রীর চার্জ গঠন পিছিয়েছে

অবৈধ সম্পদ অর্জন মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে চার্জগঠন পিছিয়েছে। প্রদীপকে হাজির করতে না পারায় এ চার্জগঠন পিছিয়ে গেছে বলে আজাদীকে জানিয়েছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক।
তিনি বলেন, সোমবার বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেনের আদালতে এ মামলায় চার্জগঠনের জন্য দিন ধার্য থাকলেও হয়নি। আদালত আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আদালত সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর প্রদীপ-চুমকির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। এর আগে গত ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল হয়। যেখানে ২৯ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়। গত বছরের ২৩ আগস্ট দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ধারা, ২৭ (১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ (২) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ টেক্সিগুলোর কী হবে
পরবর্তী নিবন্ধপালিয়ে যাওয়া আসামি ফের গ্রেপ্তার