বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে ৪৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে সভায় ইউনিট কার্যক্রমের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন ইউনিটের সেক্রেটারী আসলাম খান। জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পরিষদ সদস্য রাশেদ খান মেননের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলয় নুর মোস্তাফা টিনু। আরও উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ দোলন মজুমদার, সাবেদুর রহমান সমু, ডা. আইরিন সুলতানা, মো. আব্দুল মোনাফ, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, আবদুর রশিদ খান, গাজী ইফতেকার হোসেন ইমু, মো. মোস্তাফিজুর রহমান। সংগঠনের বার্ষিক কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন এডভোকেট হাসান আলী, শেখ সরোয়ার্দী, শাহজাহান সূফী, সাইফুল ইসলাম, শফিউল আলম, শেখ মাকসুদুর রহমান, ডা. মাহববুল আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, রেড ক্রিসেন্ট মানবসেবায় অবদান রেখে যাচ্ছে। আজকের এ বার্ষিক সাধারণ সভা দিনটি আমাদের ঐতিহাসিক দিন। প্রেস বিজ্ঞপ্তি।












