৩৮ বলে শেষ দ্বিতীয় দিনের খেলা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল ৫৭ ওভার। কিন্তু গতকাল দ্বিতীয় দিন সেটিও সম্ভব হলো না। বৃষ্টির লুকোচুরির মাঝে মাত্র ৬.২ ওভার তথা ৩৮ বল খেলা হলো দ্বিতীয় দিনে। দুপুর ৩টায় খেলার সমাপ্ত ঘোষণা করা হয়। প্রথম দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল পাকিস্তান। গতকাল কয়েক দফায় খেলা শুরুর সময় নির্ধারণ করা হলেও দুপুর ১২টা ৫০ মিনিটের আগে খেলা শুরু সম্ভব হয়নি। সেটিও শুরু হওয়ার ৩১ মিনিটের মধ্যেই ফের বন্ধ করে দেয়া হয় খেলা। তবে এর মাঝেই খেলা ৬.২ ওভারে ২৭ রান যোগ করেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ১৮৮ রান। দিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে খেলা শুরু করেন অধিনায়ক বাবর আজম। সেখান থেকে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে আগের দিন ৩৬ রানে অপরাজিত থাকা আজহার আলি গতকাল ফিফটি তুলে নিতে ভুল করেননি। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত এ অভিজ্ঞ ব্যাটারের সংগ্রহ ৫২ রান। আজহার-বাবরের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১১৮ রান। তৃতীয় দিন ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। তবে আবহাওয়ায় বার্তায় পরের দুই দিনের জন্যও নেই কোনো সুখবর। আবহাওয়াবিদ জানান নিম্নচাপের প্রভাবে আরও দুয়েক দিন এমন আবহাওয়া থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ আবার রাঙামাটির মুখোমুখি চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৩.৩২ কোটি টাকা